জলবায়ুর পরিবর্তন সম্পর্কে বিশ্বের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ২২ এপ্রিল আন্তর্জাতিকভাবে “বিশ্ব ধরিত্রী দিবস” পালন করা হয়।
জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব এখন নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। তাই প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে, পৃথিবীকে সুরক্ষিত ও বাসযোগ্য রাখতে বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির স্লোগান হল – ‘Invest In Our Planet’।
উল্লেখ্য যে, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবেশ ও জলবায়ুর গুরুত্ব অনুধাবন ও সে সম্পর্কে জনসাধারণকে সঠিক বার্তা প্রদানের জন্য পরিবেশবিদদের গুরুত্ব অপরিসীম। সুতরাং বিশ্ব ধরিত্রী দিবসের লক্ষ্য বাস্তবায়নে পরিবেশবিদদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।