Bangladesh Poribeshbid Society

A National Platform for All Environmental Graduates in Bangladesh

Govt. Reg. No. S-13643/2021

বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাস সিনেটর নিয়োগ

প্রিয় পরিবেশবিদ,
সুখবর! সুখবর! সুখবর!
বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি তার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাস সিনেটর নিয়োগ দিতে যাচ্ছে।
যদি আপনি বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির সদস্য হয়ে থাকেন, নিজেকে সিনেটর হওয়ার উপযুক্ত মনে করেন, কাজের প্রতি দৃঢ় মনোবল যদি আপনার থাকে, যদি আপনার প্রিয় সংগঠন পরিবেশবিদ সোসাইটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চান তবে আপনিই সেই ব্যক্তি যাকে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি খুঁজছে। তাই দেরি না করে আজই আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই, ২০২৩।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/qyFeNBn9aaMHQMWt5