বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির (বিপিএস) উদ্যোগে দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই সকালে রাজধানীর আগারগাঁওতে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আঞ্চলিক (বিশ্ববিদ্যালয়) পর্যায়ে উত্তীর্ণদের নিয়ে জাতীয় পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২০২৩ এর বিষয়বস্তু হিসেবে ছিল- বিশ্ব পরিবেশ দিবস (১৯৭২-২০২৩), রিও আর্থ সামিট, জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা, বাংলাদেশ প্রচলিত পরিবেশ আইন ও নীতিমালা, নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ব্লু ইকোনমি ও ক্লাইমেট স্মার্ট সিটি, প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বাংলাদেশ, পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ-বায়ু, পানি, নদী, শব্দ, প্লাস্টিক, বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশগত হুমকি ও গৃহীত পদক্ষেপ।
অলিম্পিয়াডে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশে ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থী শিফাত আয়শা প্রথম স্থান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রাহামনি খানম দ্বিতীয় স্থান এবং নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা করিম তৃতীয় স্থান অর্জন করেছেন।
বিকালে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
News Links:
- https://protidinerbangladesh.com/national/56619/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%85%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A1
- https://www.channelionline.com/the-mtb-national-environmental-olympiad-2023-has-ended/
- https://boishakhionline.com/112859/h6rxilkhts/